ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হামাসের প্রশংসা

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হামাসের প্রশংসা

ইসরায়েলের ওপর ইরানের ‘বীরত্বপূর্ণ’ ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসা করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। খবর বিবিসির।

 
 
ইসরায়েলের দিকে ইঙ্গিত করে এক বিবৃতিতে গোষ্ঠীটি বলছে, আমাদের অধিকৃত ভূখণ্ডের বিস্তৃত এলাকার বিরুদ্ধে ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পসের রকেট হামলায় আমরা অভিনন্দন জানাই।
 
লেবাননে স্থল অভিযান শুরুর পর ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। মঙ্গলবার তেল আবিবের উদ্দেশে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

নতুন এক বিবৃতিতে আইআরজিসি বলছে, তেল আবিব এলাকায় তিনটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।  

গত বছরের অক্টোবরে হামাসের হামলার জবাবে গাজায় ইসরায়েল যুদ্ধ শুরু করে। এ পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় ৪১ হাজার ৬৩৮ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন ৯৬ হাজার ৪৬০ জন।  

বাংলাদেশ সময়: ০১৩১ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৪'
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।