ঢাকা, শনিবার, ০ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলের গোয়েন্দা ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
ইসরায়েলের গোয়েন্দা ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা 

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের তেল আবিব শহরের উপকণ্ঠে সামরিক গোয়েন্দা ইউনিটের একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা।  তবে হামলার ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

হামলার পর বেন গুরিয়ান বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে।  হামলার পরপরই তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বাজতে শোনা যায়, অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

হিজবুল্লাহর দাবি উত্তর–পশ্চিমাঞ্চলের হাইফা শহরের ‘স্টেলা ম্যারিস নৌঘাঁটিতে’ এবং  তেল আবিবের দক্ষিণাঞ্চলের উপকণ্ঠে গ্লিলত সামরিক গোয়েন্দা ইউনিট ৮২০০–এর ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। খবর ডয়চে ভেলে

এর আগে তেল আবিব ও হাইফায় প্রথমবারের মতো মধ্যম পাল্লার রকেট নিক্ষেপের কথা জানায় হিজবুল্লাহ। বিস্তারিত কোনো তথ্য না দিলেও তেল আবিবের কাছে কেসারিয়া এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে হিজবুল্লাহ। কেসারিয়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন রয়েছে।
  
এর আগে কেসারিয়ায় নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালায়  হিজবুল্লাহ।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ