ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পকে শেহবাজ শরিফের শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
ট্রাম্পকে শেহবাজ শরিফের শুভেচ্ছা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ে অভিনন্দন জানাতে শুরু করেছেন বিশ্বনেতারা। এ তালিকায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও রয়েছেন।

ট্রাম্পকে শুভেচ্ছাবার্তা পাঠানোর পাশাপাশি তিনি পাকিস্তানের সঙ্গে মার্কিন সম্পর্ককে আরও মজবুত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেহবাজ শরিফ লিখেছেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার এ দ্বিতীয়বারের ঐতিহাসিক জয়ের জন্য অভিনন্দন জানাই।  

তিনি আরও লেখেন, পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও জোরদার এবং সম্প্রসারিত করার জন্য আমি নতুন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি।

ইতোমধ্যে বাংলাদেশ ভারত ও যুক্তরাজ্যসহ অনেক দেশ ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।