ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে: হামাস

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে: হামাস

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী বুধবার হামাস বলেছে, প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পের আসন্ন প্রশাসনকে গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করার জন্য গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। খবর ফক্স নিউজের।

হামাস বলেছে, প্রাথমিক ফল অনুযায়ী দেখা যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জিততে যাচ্ছেন। তাদের বিশ্বাস, গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে এক বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের জনগণের যে দাবি, তা তিনি শুনবেন।

সংগঠনটি বলেছে, আসন্ন ট্রাম্প প্রশাসনকে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের ওপর চালানো গণহত্যা ও নির্যাতন বন্ধে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। একইসঙ্গে ভ্রাতৃপ্রতিম লেবানিজ লোকজনের ওপর চালানো ইসরায়েলি আগ্রাসন বন্ধে গুরুত্ব দিতে হবে।

হামাস আরও বলেছে, জায়োনিস্ট সত্তাগুলোকে সামরিক সহায়তা ও রাজনৈতিক আবরণ দেওয়া বন্ধে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি আমাদের ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিতে হবে।

সংগঠনটি আরও বলেছে, নতুন মার্কিন প্রশাসনকে বুঝতে হবে, আমাদের ফিলিস্তিনি লোকজন ইসরায়েলি দখলদারত্বের বিরুদ্ধে প্রতিরোধ জারি রাখবে।  

হামাস বলেছে, যে পথ যা তাদের স্বাধীনতা, স্বতন্ত্রতা, আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বৈধ অধিকার থেকে বিচ্যুত করবে, তা তারা মেনে নেবে না।

টাইমস অব ইসরায়েলের একটি সূত্র বলছে, গত জুলাইয়ে নেতানিয়াহু ফ্লোরিডার পাম বিচের মার-এ-লাগোতে সফরকালে ট্রাম্প তাকে গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধ করার প্রাথমিক বার্তা দেন।

ইসরায়েলের প্রতি বাইডেন-হ্যারিস প্রশাসনের ব্যাপক সমর্থন ছিল। তবে হোয়াইট হাউস ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সাম্প্রতিক অভিযানেরর বিরুদ্ধে কথা বলেছে।

অক্টোবরে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান শুরুর আগে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতি চান বলে জানিয়েছিলেন।  

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।