ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘রাজাকার’ নিয়ে ভারতের রাজনীতিতে পাল্টাপাল্টি আক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
‘রাজাকার’ নিয়ে ভারতের রাজনীতিতে পাল্টাপাল্টি আক্রমণ

‘রাজাকার’ ইস্যুতে ভারতের রাজনীতিতে চলছে পাল্টাপাল্টি আক্রমণ। বিজেপি নেতা ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গের মধ্যে এ নিয়ে বিরোধ চলছে।

এতে যোগ দিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী প্রিয়ঙ্ক খাড়গেও।

মহারাষ্ট্রের নির্বাচনী প্রচারে গিয়ে আদিত্যনাথ সাবেক হায়দরাবাদ রাজ্যের রাজাকার মিলিশিয়ার প্রসঙ্গ তুলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ওপর আক্রমণ করেন।  

মঙ্গলবার তিনি বলেন, খাড়গে নিজের মা ও বোনের মৃত্যু নিয়ে কিছু বলেন না, কারণ তারা রাজাকারদের আক্রমণে প্রাণ হারিয়েছিলেন। যোগী আদিত্যনাথের মতে, খাড়গে মুসলিম ভোট হারানোর ভয়ে এ বিষয়ে কথা বলেন না।

যোগীর এমন আক্রমণের পর কংগ্রেস প্রধানের ছেলে কংগ্রেস নেতা প্রিয়ঙ্ক খাড়গেও ছেড়ে কথা বলেননি। তিনি বলেন, তার বাবা কখনো রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য ব্যক্তিগত ট্র্যাজেডি ব্যবহার করেননি এবং কখনোই ভিকটিম কার্ড খেলার চেষ্টা করেননি।  

প্রিয়ঙ্ক খাড়গে আরও বলেন, মল্লিকার্জুন খাড়গে সবসময় তার মর্যাদা বজায় রেখে রাজনীতি করেছেন এবং কখনোই ব্যক্তিগত ট্র্যাজেডি রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেননি।
 
কর্ণাটকের মন্ত্রী বলেন, খাড়গে পরিবার রাজাকারদের নির্যাতনের শিকার হয়েছিল, পুরো মুসলিম সম্প্রদায় তো তা করেনি। প্রতিটি সম্প্রদায়েই কিছু খারাপ মানুষ থাকে, যারা ভুল কাজ করে। কিছু মানুষের দোষে পুরো সম্প্রদায়কে দোষারোপ করা উচিত নয়।

প্রিয়ঙ্ক বলেন, ৮২ বছর বয়সী কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অবিচলিতভাবে বুদ্ধ, বাসবন্না এবং আম্বেদকরের মূল্যবোধ রক্ষা করার জন্য এবং সংবিধান রক্ষার জন্য অবিরাম লড়াই করছেন। তার মতে, খাড়গে সাহসিকতার সঙ্গে দেশ ও জনগণের জন্য এসব রক্ষা করছেন।

এর আগে, মল্লিকার্জুন খাড়গে বিজেপি নেতার ‘বাটেঙ্গে তো কাটেঙ্গে (বিভাজন মানে ধ্বংস)’ মন্তব্য নিয়ে আক্রমণ করেন।

যোগী আদিত্যনাথের কথা টেনে কংগ্রেস প্রধান বলেন, অনেক (রাজনৈতিক) নেতা সাধুর ছদ্মবেশে থাকেন এবং পরে রাজনীতি করতে আসেন। অনেকে মুখ্যমন্ত্রীও হয়ে যান। তারা গেরুয়া কাপড় পরেন, মাথায় তাদের চুল থাকে না।  

তিনি বলেন, আমি তাদের উদ্দেশে বলতে চাই... হয় সাদা কাপড় পরুন, আর যদি সন্নাসী হন, তবে রাজনীতি ছাড়ুন। একদিকে আপনি গেরুয়া কাপড় পরেন... আরেকদিকে বলেন, ‘বাটেঙ্গে তো কাটেঙ্গে (বিভাজন মানে ধ্বংস)। ’ 

তিনি আরও বলেন, তারা লোকেদের মধ্যে বিদ্বেষ ছড়াচ্ছে এবং তাদের বিভাজিত করছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস ও এনডিটিভি অবলম্বনে

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।