ঢাকা, মঙ্গলবার, ২ পৌষ ১৪৩১, ১৭ ডিসেম্বর ২০২৪, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু, সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু, সুনামি সতর্কতা ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ভানুয়াতু। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৪।

এর ফলে প্রশান্ত মহাসাগরীয় দেশটিতে পশ্চিমা দেশগুলোর একাধিক দূতাবাসের ভবনসহ বহু স্থাপনা বিধ্বস্ত হয়েছে। দেখা দিয়েছে ভূমিধসও। জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ৪৭ মিনিটে ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলার কাছে ভূমিকম্পটি আঘাত হানে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রাজধানী পোর্ট ভিলা থেকে ৩৭ কিলোমিটার বা প্রায় ২৩ মাইল দূরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। এর গভীরতা ছিল ভূমি থেকে ৬ মাইল গভীরে।  

পোর্ট ভিলার বাসিন্দা ও সাংবাদিক ড্যান ম্যাকগ্যারি জানান, ভানুয়াতু ভূমিকম্পপ্রবণ এলাকা হলেও এ ভূমিকম্পটিকে ‘২০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড়’ বলে মনে করা হচ্ছে।

ভূমিকম্পের আঘাতে দেশজুড়ে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষয়ক্ষতির সম্পূর্ণ চিত্র এখনও স্পষ্ট নয়। তবে অন্তত একজনের মৃত্যুর অপ্রত্যাশিত খবর পাওয়া গেছে। হাসপাতালের জরুরি বিভাগের বাইরে কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় দেখা গেছে।

তিনি আরও জানান, ভিলা সেন্ট্রাল হাসপাতালের পুলিশ তাকে জানিয়েছে একজন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়বে।

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের প্রায় ৮০টি দ্বীপ নিয়ে গঠিত ভানুয়াতু একটি নিচু দ্বীপপুঞ্জ, যা ফিজির পশ্চিমে এবং অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চল থেকে কয়েক হাজার কিলোমিটার পূর্বে অবস্থিত।

ভূমিকম্পের পর হনুলুলুর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র সুনামি সতর্কতা জারি করেছে। বলা হয়েছে, ভানুয়াতু ছাড়াও পার্শ্ববর্তী ফিজি, কিরিবাতি, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপ, ট্রুভ্যালুসহ কয়েকটি এলাকা সুনামির ঝুঁকিতে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।