যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনে যুদ্ধের সমাপ্তি টানতে একটি চুক্তির বিষয়ে আগ্রহী দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শপথ নেওয়ার পর ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প আগেই বলেছিলেন, তিনি ইউক্রেন যুদ্ধের অবসান চান। প্রেসিডেন্ট হওয়ার প্রথম দিনেই তিনি সেটি করতে চেয়েছিলেন।
সেই ধারাবাহিকতায় তাকে সেই প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞেস করা হয়। জবাবে ট্রাম্প বলেন, আচ্ছা, এখন কেবল দিনের অর্ধেক। দিনের বাকি অর্ধেক এখনও বাকি রয়েছে। দেখা যাক কী হয়।
নতুন মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, তিনি মনে করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি করতে চান।
ইউক্রেনে প্রায় তিন বছর ধরে রাশিয়ার যুদ্ধ চলছে। এ নিয়ে ট্রাম্প বলেন, বেশিরভাগ মানুষ মনে করেছিল এই যুদ্ধ এক সপ্তাহে শেষ হয়ে যাবে। আমি মনে করি, তিনি (জেলেনস্কি) এই যুদ্ধ শেষ করার ব্যাপারে খুব ভালোভাবেই রাজি।
এদিকে, শপথের আগেই ট্রাম্পকে অভিনন্দন জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে তিনি সংলাপের জন্য প্রস্তুত।
পুতিন তার অবস্থান স্পষ্ট করে জানান যে এখানে অস্থায়ী যুদ্ধবিরতি নয়, বরং এ অঞ্চলে বসবাসকারী সব মানুষ ও জাতির ন্যায্য স্বার্থের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা হওয়া উচিত।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
আরএইচ