ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আরো একটি তেল শোধনাগার ইরাকের নিয়ন্ত্রণে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৪
আরো একটি তেল শোধনাগার ইরাকের নিয়ন্ত্রণে ছবি: সংগৃহীত

ঢাকা: ইরাকে আরো একটি বড় আকারের তেল শোধনাগার থেকে ইসলামিক স্টেট বা আইএসকে হটিয়ে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। বাইজি তেল শোধনাগার পুনর্দখলের মাত্র কয়েকদিনের মাথায় এমন খবর আসল।



নতুন তেল শোধনাগারটিও বাইজি শহরের কাছাকাছি অবস্থিত। এটাকে নিরাপত্তা বাহিনীর জন্য বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে।

নতুন যে শোধনাগারটি ইরাকের নিয়ন্ত্রণে আসে সেটি থেকে দেশটির প্রায় এক তৃতীয়াংশ তেল উৎপাদন হয়।

এদিকে ইরাকে আইএসকে লক্ষ্য করে মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলা পর যুক্তরাষ্ট্রে শীর্ষ এক সামরিক কর্মকর্তা বাগদাদ সফরে গেছেন। শনিবার অঘোষিত সফরে জেনারেল মার্টিন ডেম্পসি ইরাকে পৌঁছান।

ইরাকি সেনাদের প্রশিক্ষণ দিতে বর্তমানে এক হাজারের বেশি মার্কিন সেনা সেদেশে অবস্থান করছে। সম্প্রতি আইএসের বিরুদ্ধে লড়তে আরো দেড় হাজার সৈন্য পাঠানোর ঘোষণা দেন বারাক ওবামা।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।