ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন ত্রাণকর্মী হত্যার ভিডিও প্রকাশ আইএসের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪
মার্কিন ত্রাণকর্মী হত্যার ভিডিও প্রকাশ আইএসের আবদুল-রহমান কাসিগ

ঢাকা: যুক্তরাষ্ট্রের ত্রাণকর্মী আবদুল-রহমান কাসিগকে হত্যার দাবি করে এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে ইরাক ও সিরিয়া অঞ্চলের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

কাসিগকে হত্যার ভিডিওটি ইতোমধ্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে বলে রোববার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।



খুন হওয়ার আগে আইএস জঙ্গি গোষ্ঠীর কাছে একবছরেরও বেশি সময় ধরে জিম্মি ছিলেন কাসিগ।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একজন মুখোশধারী জঙ্গি কাসিগের ছিন্ন মুণ্ডুর ওপর দাঁড়িয়ে আছে।

তবে, ভিডিওটির সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। অবশ্য, এ ব্যাপারে নিশ্চিত হতে গোয়েন্দা তৎপরতা চলছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ।

সংবাদ মাধ্যমগুলো জানায়, একই ভিডিওতে সিরিয়ান সেনাবাহিনীর বেশ কিছু সদস্যদের হত্যার কথাও দাবি করা হয়েছে।

পিটার নামে পরিচিত কাসিগ গত বছর আইএস জঙ্গিদের হাতে আটক হয়েছিলেন। ২৬ বছর বয়সী সাবেক এ মার্কিন সেনা ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের হয়ে বীরত্বের স্বাক্ষর রেখেছিলেন।

জানা যায়, গত অক্টোবরে ব্রিটিশ ত্রাণকর্মী অ্যালান হেনিংকে হত্যার ভিডিও প্রকাশের পর কাসিগকেও হত্যার হুমকি দেয় আইএস।

ইরাক ও সিরিয়া অঞ্চলে খেলাফত প্রতিষ্ঠায় (স্বাধীন রাষ্ট্র) লড়াইরত আইএসের বিরুদ্ধে পশ্চিমা অভিযান বন্ধের দাবিতে এসব শিরশ্ছেদের ঘটনা ঘটিয়ে চলেছে কুখ্যাত নিন্দিত সংগঠনটি।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।