ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জলবায়ু পরিবর্তন

বালুতে মাথা ঢুকিয়ে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪
বালুতে মাথা ঢুকিয়ে বিক্ষোভ ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার ব্রিসবেনে জি-২০ সম্মেলনে বিশ্ব নেতারা একদিকে মিটিং করছেন অন্যদিকে পরিবেশ আন্দোলনকারী বিক্ষোভ করছেন। সিডনির নিউ সাউথ ওয়েলসের বোনদাই সমুদ্র সৈকতে বিক্ষোভকারীরা বালুর নিচে মাথা ঢুকিয়ে অভিনব কায়দায় বিক্ষোভ করেছেন।

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিশ্বনেতাদের উদাসীনতার বিরুদ্ধে তাদের এ বিক্ষোভ।

এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট সম্মেলনে জলবায়ু বিষয়টি অন্তর্ভুক্ত না করার জন্য তীব্র সমালোচনার মুখে পড়েন।

বিবিসির খবরে বলা হয়, ক্ষমতায় বসার পর থেকে অ্যাবোট কার্বন ট্যাক্স হ্রাস করেন। সেইসঙ্গে নবায়নযোগ্য জ্বালানিতে ৭০ ভাগ বিনিয়োগ কমান।

ইডেন তেহান নামে বিক্ষোভের অন্যতম এক আয়োজক সাংবাদিকদের বলেন, অ্যাবোট জি-২০ এজেন্ডায় জলবায়ু পরিবর্তনের বিষয়টি অন্তর্ভুক্ত করতে চাননি। বালুর নিচে মাথা ঢুকিয়ে বিক্ষোভ মানে হচ্ছে হালের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি লুকিয়ে রাখা।

তিনি বলেন, বিশ্বকে আমরা বলতে চাই জলবায়ু বিষয়ে টনি অ্যাবোটের দৃষ্টিভঙ্গি অধিকাংশ অস্ট্রেলিয়ানদের প্রতিনিধিত্ব করে না।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।