ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনের প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
ইয়েমেনের প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও

ঢাকা: ইয়েমেনের প্রধানমন্ত্রী খালিদ বাহাহর বাসভবন ‘রিপাবলিকান প্যালেস’ ঘিরে ফেলেছে শিয়াপন্থি হুথি বিদ্রোহীরা। সোমবার রাজধানী সানায় এ ঘটনা ঘটে।



সরকারের মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর নিশ্চিত করেছে।

সরকারের মুখপাত্র রাজেহ বেদি জানান, বন্দুকধারীরা প্রাধানমন্ত্রীর বাসভবন ঘিরে ফেলেছে। প্রধানমন্ত্রী বাড়ির ভেতরে রয়েছেন।

হুথি বিদ্রোহীরা বাড়ি ঘিরে ফেলেছে বলে দু’জন প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেছেন।

এদিকে সোমবার (১৯ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর গাড়িবহরের গুলির ঘটনা ঘটেছে। বৈঠকে প্রেসিডেন্ট, হুথির উপদেষ্টার সঙ্গে সংবিধানের বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা শেষে ফেরার পথে খালিদ বাহাহর গাড়িবহরে গুলি বর্ষণের ঘটনা ঘটে।  

সংবিধান পরিবর্তন নিয়ে হুথিদের সাথে সরকারের বিরোধ সৃষ্টির জের ধরেই এই ধরণের আক্রমণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।