ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সাত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
নিউজিল্যান্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সাত ছবি: সংগৃহীত

ঢাকা: নিউজিল্যান্ডের পর্যটন এলাকা সাউথ আইল্যান্ডে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এর সাত আরোহীর সবাই নিহত হয়েছেন।



শনিবার (২১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১১টার (বাংলাদেশ সময় ভোর ৪টা) দিকে সাউথ আইল্যান্ডের ফক্স হিমবাহে এ দুর্ঘটনা ঘটে বলে জানানো হয় স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।

আরোহীদের মৃত্যুর বিষয়টি স্থানীয় সময় বিকালে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড পুলিশ। এক বিবৃতিতে পুলিশ বলেছে, হিমবাহে বিধ্বস্ত হেলিকপ্টারটি খুঁজে পাওয়া গেছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র মাইক রিচার্ডস হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবরটি নিশ্চিত করে জানিয়েছেন, এতে পাইলটসহ সাতজন আরোহী ছিলেন।

এদিকে, উদ্ধারকারী সংস্থার মুখপাত্র ভিন্স চোলেওয়া জানিয়েছেন, আবহাওয়া পরিস্থিতি খুবই খারাপ হওয়ায় উদ্ধার কাজ বিঘ্নিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫/আপডেট: ১০০২ ঘণ্টা
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।