ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শরণার্থী সংকট

নতুন সীমান্ত বাহিনী গঠন করতে চলেছে ইইউ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
নতুন সীমান্ত বাহিনী গঠন করতে চলেছে ইইউ ছবি : সংগৃহীত

ঢাকা: শরণার্থী স্রোত নিয়ন্ত্রণে বিতর্কিত সীমান্তরক্ষী বাহিনী পরিকল্পনা বাস্তবায়ন করতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আর এ পরিকল্পনা বাস্তবায়নে বর্তমানে সীমান্ত রক্ষায় যেসব বাহিনী রয়েছে, সেগুলোর চেয়ে বেশি শক্তিশালী বাহিনী গড়ে তোলার প্রস্তাব করেছে ইউরোপীয় কমিশন।



এর সঙ্গে তুরস্কের ক্যাম্প থেকে যে সিরীয় শরণার্থীরা ইউরোপ পাড়ি জমাতে আগ্রহী, শুধুমাত্র তাদেরকেই পুনর্বাসনের প্রস্তাব করা হয়েছে। বিপজ্জনকভাবে সাগর পাড়ি দিতে গিয়ে প্রাণহানী বন্ধ করতেই এ ধরনের প্রস্তাব করা হয়েছে।

তবে ইইউ’রই কয়েকটি দেশ সীমান্তরক্ষী পরিকল্পনা বাস্তবায়নের পক্ষে নেই। সরকারগুলোর ধারণা, এতে করে তাদের দেশের সার্বভৌমত্ব খর্বিত হবে।

পোল্যান্ড সাফ জানিয়ে দিয়েছে, কোনো দেশের সরকারের অনুমতির তোয়াক্কা না করে ইইউ বাহিনীর ঢুকে পড়াকে কোনোভাবে সমর্থন করবে না দেশটি।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।