ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি জোটের ঘোষণা

‘আইএস মোকাবেলায় প্রয়োজনে সিরিয়ায় সেনা মোতায়েন’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
‘আইএস মোকাবেলায় প্রয়োজনে সিরিয়ায় সেনা মোতায়েন’ ছবি: সংগৃহীত

ঢাকা: জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে মোকাবেলা করতে সিরিয়ায় সেনা মোতায়েনের সম্ভাবনার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রী আদেল আল জুবায়ের বলেন, এই জোট গোয়েন্দা তথ্য বিনিময়ের পাশাপাশি প্রশিক্ষণ, সরঞ্জাম ও অন্যান্য সহায়তা দেবে মোতায়েনকৃত বাহিনীকে।



মিশর, কাতার, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া ও পাকিস্তান সহ বেশ কিছু আরব ও আফ্রিকার দেশ এই জোটের সদস্য। তবে ইরাক, ইরান ও তার মিত্র সিরিয়াকে এই জোটের বাইরে রাখা হয়েছে।

এদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন এই জোট শুধু ইসলামিক স্টেট নয় যেকোনো সন্ত্রাসী গ্রুপ যারা তাদের বিরুদ্ধে হুমকি তাদের বিরুদ্ধে লড়াই করবে।

উল্লেখ্য, সম্প্রতি আইএস সহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর হুমকি মোকাবেলায় সন্ত্রাস বিরোধী জোটের ঘোষণা দেয় সৌদি আরব। ইতোমধ্যেই বাংলাদেশসহ ৩৩টি মুসলিম দেশ এই জোটে ‍অংশ নেয়ার ঘোষণা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।