ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লিতে বিএসএফ’র প্লেন বিধ্বস্ত, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
দিল্লিতে বিএসএফ’র প্লেন বিধ্বস্ত, নিহত ৪ ছবি: সংগৃহীত

ঢাকা: দিল্লি বিমানবন্দরের কাছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) একটি চার্টার প্লেন বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন।



মঙ্গলবার (২২ ডিসেম্বর) দ্বর্কা ৮ নম্বর সেক্টরের বগদোলা গ্রামে স্থানীয় সময় সকাল ১০টার দিকে (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) প্লেনটি বিধ্বস্ত হয় বলে দিল্লি অগ্নিনির্বাপক বিভাগ সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।

প্লেনটিতে ১০ জন আরোহী ছিলেন। যান্ত্রিক ত্রুটির কারণে এটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিএসএফ সূত্রের বরাত দিয়ে খবরে আরও জানানো হয়, প্লেনটি স্থানীয় সময় ৯টা ৫০ মিনিটে উড্ডয়ন করে। এর কিছু পরই নিকটবর্তী একটি দেয়ালে আছড়ে পড়ে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে প্লেনটিতে আগুন ধরে যায়।

ঘটনাস্থলে দমকল বাহিনীর ১৫টি ইঞ্জিন পৌঁছেছে বলেও জানানো হয়েছে খবরে।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫/আপডেট: ১১০৯ ঘণ্টা
জেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।