ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে ১৬ বছর বয়সীদের শাস্তি দেওয়া যাবে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
ভারতে ১৬ বছর বয়সীদের শাস্তি দেওয়া যাবে ছবি: সংগৃহীত

ঢাকা: ১৬ বছর বয়সীদেরও বিভিন্ন অপরাধে গুরুদণ্ডের আওতায় আনা যাবে- ভারতের রাজ্য সভায় এমনই একটি বিল পাস হলো।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) কণ্ঠ ভোটে কিশোর অপরাধ বিষয়ক বিলটি পাস হয়েছে।



এতে বলা হয়েছে, জঘন্য অপরাধের আওতায় ১৬ বছরের ওপরে যাদের বয়স তাদের শাস্তি দেওয়া যাবে। বিলটি এখন রাষ্ট্রপতির অনুসমর্থনের জন্য পাঠানোর অপেক্ষায়।

ভারতের লোকসভায় ইতোমধ্যেই বিলটি পাস হয়েছে।

২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে ভারতের রাজধানী দিল্লিতে একটি চলন্ত বাসে ধর্ষণ করে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে দেওয়া হয় ২৩ বছর বয়সী প্যারামেডিকেল ছাত্রী জ্যোতি সিংকে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েকদিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। সে সময় জ্যোতি সিংয়ের ছদ্মনাম ‘নির্ভয়া’ থেকে এ ঘটনা ‘নির্ভয়া ধর্ষণ কাণ্ড’ নামে বিশ্বমিডিয়ায় ব্যাপক আলোচিত হয়। এ ঘটনায় সে সময় ১৮ বছর বয়সী এক ‘কিশোর’সহ পাঁচজনকে অভিযুক্ত করা হয়। পরে তিনি মুক্তি পান। এ নিয়েই চলছে সারা ভারত জুড়ে আলোচনা।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।