ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ভূমিকম্প, আহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ভূমিকম্প, আহত ৩০

ঢাকা: আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ৬.২ মাত্রার ভূমিকম্প হয়েছে। যার ফলে পাকিস্তান ও ভারতের বিভিন্ন এলাকাও তীব্রভাবে কম্পিত হয়।

এ ভূমিকম্পে অন্তত ৩০ জন আহত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দিনগত রাত পৌনে ১টায় হওয়া এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের রাজধানী কাবুলের ১৭৫ মাইল উত্তর-পূর্বাঞ্চলে।
 
মার্কিন জিওলজিক্যাল সার্ভে রিপোর্ট ও ইউএসজিএস সূত্র জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ১২৫ মাইল গভীরে এর উৎপত্তিস্থল ছিল। ভূমিকম্পটি ৫৯ সেকেন্ড স্থায়ী হয়েছিল।

এর প্রভাবে ভারতের চণ্ডীগড়, জয়পুর, শ্রীনগর, দিল্লি এবং ন্যাশনাল ক্যাপিটাল অঞ্চলে কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ০২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।