ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
ফিলিপাইনে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিহত ৯

ঢাকা: ক্রিসমাসের রাতে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নয় বেসামরিক লোক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় দিনগত রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ের সুলতান কুদারাত ও উত্তর কোতাবাতো প্রদেশে এসব হামলা হয় বলে শনিবার (২৬ ডিসেম্বর) জানিয়েছে ফিলিপাইন কর্তৃপক্ষ।



কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, বাঙসামারো ইসলামিক ফ্রিডম ফাইটার্স গোষ্ঠী এ হামলা চালায়। পরে সেনাবাহিনীর অভিযানে বিচ্ছিন্নতাবাদী সংগঠনটির চার সদস্যও নিহত হয়েছেন।

মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের সঙ্গে সরকারের শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী মিরিয়াম ফেরে জানিয়েছেন, নিহতদের সাতজন কৃষক। হামলার সময় তারা তাদের জমিতে কাজ করছিলেন। বাকি দুই বেসামরিক লোক উত্তর কোতাবাতো প্রদেশে একটি ভোজনালয়ে গ্রেনেড হামলায় নিহত হয়েছেন।

তিনি আরও জানান, হামলার সময় বেশ কয়েকজন স্থানীয় লোককে বন্দি করে বিচ্ছিন্নতাবাদীরা। সেনাবাহিনীর অভিযানে পরে তাদের মুক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।