ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১

ঢাকা: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন।



মঙ্গলবার (২৯ ডিসেম্বর) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মারদান জেলায় সরকারি ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

মারদানের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সায়েদ ওয়াজির জানান, পকিস্তানের ন্যাশনাল ডেটাবেজ এন্ড রেজিস্ট্রেশন অথোরিটি অফিসের প্রবেশ পথে নিরাপত্তাকর্মীরা হামলাকারীকে থামায়। এ সময় নিজের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায় হামলাকারী।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫/ আপডেট: ১৭১২ ঘণ্টা
আরএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।