ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

২০১৫ সালে সিরিয়ায় নিহত ৫৫ হাজারের বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
২০১৫ সালে সিরিয়ায় নিহত ৫৫ হাজারের বেশি মানুষ ছবি : সংগৃহীত

ঢাকা: ২০১৫ সাল ছিল সিরিয়া সংকটের পঞ্চম বছর। এ বছর এখানে নিহত হয়েছেন ৫৫ হাজারেরও বেশি মানুষ।

নিহতদের মধ্যে আড়াই হাজারের বেশিই শিশু বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

সংস্থাটি আরও জানায়, ২০১৫ সালে সিরিয়ায় মোট ৫৫ হাজার ২১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৩ হাজার ২৪৯ জন বেসামরিক মানুষ আর ২ হাজার ৫৭৪ জন শিশু। এছাড়া বিভিন্ন অভিযানে ৭ হাজার ৭৯৮ জন বিদ্রোহী ও ১৬ হাজারের বেশি জঙ্গি নিহত হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, ২০১৫ সালে ১৭ হাজার ৬৮৬ জন সিরীয় বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এদের মধ্যে ৮ হাজার ৮০০ জন সিরীয় সেনাবাহিনী, ৭ হাজার সিরিয়াপন্থি মিলিশিয়া ও ৩৭৮ জন লেবাননী হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন। এছাড়া ইরাক, ইরান, আফগানিস্তানসহ বিভিন্ন দেশের ১ হাজার ২১৪ জন যোদ্ধা নিহত হয়েছেন এ বছর।

মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থাটি আরও ২৭৪ নিহত ব্যক্তিকে তালিকাভুক্ত করেছে যাদের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে দেশটিতে নিহতের সংখ্যা কম বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। ২০১৪ সালে দেশটিতে ৭৬ হাজার ২১ জন নিহত হন।

প্রতিবেদনে আরও জানানো হয়, সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত সিরিয়ায় ২ লাখ ৬০ হাজার ৭৫৮ জন মানুষ নিহত হয়েছেন। এদের মধ্যে ৭৬ হাজার বেসামরিক মানুষ। এছাড়া ৪৫ হাজারের বেশি বিদ্রোহী ও ৯৫ হাজারের বেশি সরকারি বাহিনীর সদস্য নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।