ঢাকা: সংযুক্ত আরব আমিরাতে প্রমবারের মতো সুখ বিষয়ক মন্ত্রী নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।
নাগরিকদের সুখী করে তোলার লক্ষে বুধবার (১০ ফেব্রুয়ারি) ওহুদ আল রৌমি নামে এক নারীকে ওই মন্ত্রণালয়ে নিয়োগ দেন দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।
বুধবার এক টুইটার বার্তায় তিনি রৌমিকে সুখ মন্ত্রী করার বিষয়টি জানান।
এ দায়িত্ব ছাড়াও রৌমি প্রধানমন্ত্রী অফিসের মহাপরিচালক হিসেবে রয়েছেন। কাজের স্বীকৃতিস্বরূপ গত বছর জাতিসংঘ ফাউন্ডেশন তাকে গ্লোবাল এন্টারপ্রাইজ কাউন্সিলের সদস্য হিসেবে নির্বাচিত করে। এই পদে তিনিই প্রথম আরব।
এরআগে প্রধানমন্ত্রী রশিদ আল মাকতুম দুবাইতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে সুখ বিষয়ক ও সহনশীলতা নামে দুটি নতুন মন্ত্রণালয় চালুর কথা জানান।
বাংলাদেশ সময়: ০৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এসআর