ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ভোটের লাইনে বৃদ্ধের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
পশ্চিমবঙ্গে ভোটের লাইনে বৃদ্ধের মৃত্যু

ঢাকা: ভোট মানুষের রাজনৈতিক অধিকারের একটি। সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে ভারতের পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরে হোসেন বায়েন (৫৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সোমবার সকাল থেকে পশ্চিমবঙ্গের তিন জেলায় দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ শুরু হয়েছে। অন্যান্য ভোটারের মতো বিষ্ণুপুরের মড়ার গ্রামের বাসিন্দা হোসেন বায়েনও ভোট দিতে লাইনে দাঁড়ান।

কিন্তু প্রবল দাবদাহের মধ্যে মড়ার গ্রামের ১৪৯ নম্বর বুথে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।   তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় বিষ্ণুপুর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে হোসেন বায়েনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।