ঢাকা: তাইওয়ানে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
শনিবার (২১ মে) বাংলাদেশ সময় দিনগত রাত ১টা ৫১ মিনিটে দেশটির কাওসিউং শহর থেকে ২৭ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে ৫ দশমিক ২ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্প পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা-সিএসইএম জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে যা ১৬ কিলোমিটার গভীরে ছিল। তবে প্রাথমিকভাবে এ ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র তাইওয়ানে ভূমিকম্প খুব সাধারণ ঘটনা। এর আগে ফ্রেব্রুয়ারিতে দেশটির দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে এক বিশাল অ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়ে শতাধিক মানুষ প্রাণ হারায়।
তবে দেশটিতে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল ১৯৯৯ সালে। সেসময় ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত আড়াই হাজার মানুষের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ০৪৩৮ ঘণ্টা, মে ২২, ২০১৬
আইএ