ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, মে ২৩, ২০১৬
সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১২০

ঢাকা: সিরিয়ায় লাতাকিয়া প্রদেশের কয়েকটি স্থানে কার বোমা ও আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ১২০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও অনেকে।

এই হামলার পরপরই দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। আহতদের স্থানীয় হাসপ‍াতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (২৩ মে) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটোরি ফর হিউম্যান রাইটস বলছে, লাতাকিয়া প্রদেশের বাসস্ট্যান্ড, হসপাতাল এবং উপকূলীল শহর টারটাস ও জাবলেহয় এসব আত্মঘাতী বোমা হামলা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মে ২৩, ২০১৬/আপডেট: ১৬২৮ ঘণ্টা
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।