ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফালুজা পুনরুদ্ধারে লড়াই করছে ইরাকি বাহিনী

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, মে ২৯, ২০১৬
ফালুজা পুনরুদ্ধারে লড়াই করছে ইরাকি বাহিনী

ঢাকা: আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা ফালুজা শহর পুনরুদ্ধারে লড়াই অব্যাহত রেখেছে ইরাকের সরকারি বাহিনী।

রোববার (২৯ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

ইতোমধ্যে ইরাকি বাহিনী ফালুজার পাশের শহর কারমা দখলে নিতে সক্ষম হয়েছে।

খবরে বলা হচ্ছে, ফালুজা দখলে ইরাক সরকার বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে। এরই মধ্যে আইএ‍সের আত্মঘাতী বোমা হামলায় উত্তর ফালুজায় বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন। এর জবাবে দক্ষিণ ফালুজায় হেলিকপ্টার দিয়ে হামলা চালিয়েছে ইরাকি বাহিনী।

বেশ কিছুদিন ধরে ৫০ হাজারের বেশি মানুষ আইএসের দখলে থাকা ফালুজা শহরে আটকা পড়েছে। আইএস ও ইরাকি বাহিনীর মধ্যে লড়াইয়ে ভয়ে কয়েক শ’ ফালুজা ছেড়ে চলে গেছেন।

ফালুজা আইএসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি। ২০১৪ সালের জানুয়ারিতে আইএস শহরটি দখল করে। এই ফালুজাই হচ্ছে ইরাকে দখল করা আইএসের প্রথম শহর।

এদিকে, আইএস ও বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যুদ্ধাবস্থা সৃষ্টি হওয়ায় শনিবার তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী এলাকায় লক্ষাধিক মানুষ আটকে পড়ার খবর জানানো হয়।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, মে ২৯, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।