ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘এভারেস্ট’ ম্যারাথনে জয়ী নেপালি সেনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, মে ৩০, ২০১৬
‘এভারেস্ট’ ম্যারাথনে জয়ী নেপালি সেনা ছবি: সংগৃহীত।

ঢাকা: বিশ্বের সবচেয়ে উঁচু পাহাড় মাউন্ট এভারেস্টে অনুষ্ঠিত ম্যারাথনে জয়ী হয়েছেন ২৯ বছর বয়সী নেপালি সেনা বেদ বাহাদুর সুনুয়ার।

১৫০ দেশি-বিদেশি প্রতিযোগীকে পেছনে পেলে জয়ের মুকুট ছিনিয়ে নিয়েছেন এই নেপালি।

রোববার (২৯ মে) সকালে ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতায় অবস্থিত কুম্বু হিমবাহের কাছে এভারেস্টের বেইস ক্যাম্প থেকে দৌঁড় প্রতিযোগিতাটি শুরু হয়।

সোমবার স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বিষয়টি জানানো হয়।

খবরে বলা হয়, কুম্বু থেকে দুই হাজার মিটার নিচে দেশটির সলুকুম্বুর জেলার নামচি বাজারে গিয়ে দৌড় শেষ হয়। জায়গাটি হিমালয়ের ৩ হাজার ৪৪৬ মিটার উচ্চতায় অবস্থিত। এতে জয়ী নেপালি সেনা সময় নেন ৪ ঘণ্টা ১০ সেকেন্ড।

জয়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘রুটটি খুবই চ্যালেঞ্জিং ছিলো, তবে তা অত্যন্ত চমকপ্রদও বটে। এ জয়ে আমি গর্ববোধ করছি। ’

১৯৫৩ সালে নেপালি পর্বতারোহী তেনজিং নোরগে ও  নিউজিল্যান্ডের অ্যাডমন্ড হিলারি প্রথমবারের মতো এভারেস্ট চূড়া জয় করেন।

ওই ঘটনার  স্মরণে প্রতিবছর হিমালয়ে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় নেপালে।

এবারের ম্যারাথনে ওপেন ক্যাটাগরিতে ১৬০ প্রতিযোগী অংশ নেন। এর মধ্যে ৩০ জন ছিলেন নেপালের নাগরিক।

এছাড়া চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মতো দেশের প্রতিযোগীরাও অংশ নেন এই ম্যারাথনে।

২০১৫ সালেও এ প্রতিযোগিতায়ও নেপালি সেনা ভিম গুরুং জয়ী হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মে ৩০২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।