ঢাকা: মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাতের সময় সহিংসতা এবং হত্যাকাণ্ডের দায়ে মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতা মোহামেদ বাদাইসহ ৩৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
সোমবার (৩০ মে) দেশটির একটি আদালত এ দণ্ডাদেশ দেন বলে বিচার বিভাগীয় কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।
যাবজ্জীবনপ্রাপ্ত ব্রাদারহুডের এই নেতাকে এর আগে ২০১৫ সালের মে মাসে মৃত্যুদণ্ড দিয়েছেন মিশরের একটি আদালত। বিশৃঙ্খলা ও নৃশংসতাকে উসকে দেওয়ার দায়ে ওই দণ্ড দেওয়া হয়।
২০১৩ সালে ব্রাদারহুডের অন্য নেতাকর্মীদের সঙ্গে মোহামেদ বাদাই গ্রেফতার করা হন। এদের মধ্যে শতাধিক নেতাকর্মীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অনেকে আবার আপিল করে পুনর্বিচারের মাধ্যমে মুক্তি পেয়েছেন।
মিশরের উত্তর-পূর্বাঞ্চলের শহর ইসমাইলিয়ার সুয়েজ খাল এলাকায় তিনজন হত্যার দায়ে বাদাই ও অন্যদের সোমবার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এ সময় আদালত ৪৮ আসামিকে ৩ থেকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ২০ জনকে বেকসুর খালাস দিয়েছেন।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, মে ৩০, ২০১৬
টিআই