ঢাকা: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সাবওয়ের নির্মাণকাজ চলাকালীন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন নির্মাণ শ্রমিক নিহত এবং ১০ জন আহত হয়েছেন।
বুধবার (০১ জুন) দেশটির রেল কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
কর্তৃপক্ষ জানায়, বুধবার সকালে ভূগর্ভস্থের ১৫ মিটার নিচে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ঠিক কী করণে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো তা জানা যায়নি।
এদিকে, নিচে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে কাজ করছে দেশটির দমকল বাহিনী।
বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জুন ১, ২০১৬
আরএইচএস/টিআই