ঢাকা: সোমালিয়ার রাজধানী মোগাদিশু শহরে একটি হোটেলে গাড়ি বোমা হামলায় দুই এমপিসহ কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।
বুধবার (০১ জুন) মোগাদিশুর হোটেল অ্যাম্বাসেডরে এ বোমা হামলার ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে দুইজন সংসদ সদস্য (এমপি) রয়েছেন। তারা হলেন-মোহামুদ মোহামেদ ও আবদুল্লাহি জামাক।
পুলিশ কর্মকর্তা মেজর ইব্রাহিম হাসান জানান, ‘দুই এমপিসহ অনেককেই উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত ওই ঘটনায় ১৫ জনের মৃত্যু ও ২০ আহত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
এদিকে এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গি সংগঠন আল শাবাব।
বাংলাদেশ সময়: ০৮০৬ ঘণ্টা, জুন ০২, ২০১৬
এমএ/