ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে বিএসএফ বহরে জঙ্গি হামলা, ৩ জওয়ান নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, জুন ৩, ২০১৬
কাশ্মীরে বিএসএফ বহরে জঙ্গি হামলা, ৩ জওয়ান নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের অনন্তনাগ জেলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বহরে অতর্কিত জঙ্গি হামলায় অন্তত তিন জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয় জওয়ান।

এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

 

শুক্রবার (৩ জুন) বিকেলে অনন্তনাগের বীবেহরা এলাকার কাছে ২৩ জওয়ানবাহী বহরের ওপর এ হামলা চালানো হয়। হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তিন জওয়ানের। আহত জওয়ানদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাশ্মীর পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, বিকেলে বিএসএফের বহরটি জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিল। পথে তাদের ওপর হামলে পড়ে জঙ্গিরা। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। এছাড়াও কোনো জঙ্গির ধরা পড়ার খবরও মেলেনি।

এ ঘটনার পর বিএসএফ মহাপরিচালককে ফোন করে খোঁজখবর নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জুন ০৩, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।