ঢাকা: ইউরো ফুটবল-২০১৬’র ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যকার প্রথম ম্যাচকে কেন্দ্র দু’দলের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (১১ জুন) রাতে ফ্রান্সের মার্সেই স্টেডিয়ামে সংঘর্ষের ঘটনা ঘটে বলে ফরাসি পুলিশের বরাত দিয়ে রোববার (১২ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়। পরে সেই সংঘর্ষ স্টেডিয়ামের বাইরেও ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, খেলা শেষ হওয়ার সঙ্গে-সঙ্গে উত্তেজিত রুশ-ইংলিশ সমর্থকদের সংঘর্ষ বাধে। পরে ফরাসি পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে।
বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জুন ১২, ২০১৬
টিআই