ঢাকা: ভারত মহাসাগর তীরে ভাসমান ৪০ শরণার্থীবাহী একটি নৌকা উদ্ধার করেছে ইন্দোনেশিয়ার অভিবাসন বিভাগ। নৌকাটি শ্রীলঙ্কা থেকে ভারত মহাসাগর পাড়ি দিয়ে অস্ট্রেলিয়ায় যাচ্ছিল।
অভিবাসন কর্মকর্তাদের বরাত দিয়ে ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম রোববার (১২ জুন) এ খবর দিয়েছে।
কর্মকর্তারা বলছেন, কোনো দালাল চক্রের মাধ্যমে এই শরণার্থীরা অস্ট্রেলিয়ায় পাড়ি জমানোর উদ্দেশে নৌকায় উঠেছিল। কিন্তু ইন্দোনেশিয়া উপকূলে তাদের ছেড়ে পালিয়ে গেছে দালাল চক্র।
আপাতত এই শরণার্থীদের ইন্দোনেশিয়ায় আশ্রয় দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, জুন ১২, ২০১৬
এইচএ