ঢাকা: চীনের মাটি থেকে সাইবার আক্রমণের হুমকিতে ভারতজুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে দেশটির প্রতিরক্ষা ও বাণিজ্য বিভাগের সব ক্ষেত্রে এ অ্যালার্ট জারি করা হয়েছে।
গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য, নতুন করে চীনের চেংডু অঞ্চল থেকে ‘সাকফ্লাই’ নামে একটি গ্রুপ ভারতের প্রতিরক্ষা ও বাণিজ্য বিভাগের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। সেজন্য তারা কয়েক দফায় চেষ্টাও চালিয়েছে।
সংস্থাগুলোর তথ্যের প্রেক্ষিতে, প্রতিরক্ষা ও বাণিজ্য বিভাগের সাইবার স্পেসে রাখা শ্রেণীবদ্ধ গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্যের নিরাপত্তা আরও পোক্ত করা হয়েছে।
গোয়েন্দা সংস্থাগুলো বলছে, ‘ব্যাকডোর.নিদিরান’ নামে এক ধরনের ম্যালওয়ার ছড়িয়ে আক্রমণ চালাচ্ছে ‘সাকফ্লাই’।
‘সাকফ্লাই’সহ চীনের হ্যাকার গোষ্ঠী প্রায়ই ভারতের সাইবার স্পেসে আক্রমণ চালায়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জার্মানির তথ্য হাতিয়ে নেওয়ার ক্ষেত্রে এই হ্যাকারদের ‘নামডাক’ আছে।
বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
এইচএ/