ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মায়ানমারকে সহিংসতা বন্ধে জাতিসংঘ মহাসচিবের আহ্বান 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৭
মায়ানমারকে সহিংসতা বন্ধে জাতিসংঘ মহাসচিবের আহ্বান  জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতারেস

জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতারেস রোহিঙ্গা নির্যাতনের ব্যাপারে মায়ানমারকে হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি বলেছেন, দেশটির রাখাইন রাজ্যে চলমান সহিংসতার অবসান ঘটাতে হবে।

জাতিসংঘের ত্রাণকর্মীরা বলছেন, এখন পর্যন্ত প্রায় লাখ দুয়েক রোহিঙ্গা সহিংসতার শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে এসেছেন।

যাদের মধ্যে অনেকেই আহত-গুলিবিদ্ধ।

নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে মঙ্গলবার এক স্টেটমেন্ট পাঠ করেন মহাসচিব। এতে তিনি বলেন, রোহিঙ্গারা অস্থিতিশীলতার শিকার। তারা সেজন্য প্রাণ নিয়ে পালিয়ে আসছেন। সহিংসতা অচিরেই বন্ধ করতে হবে।

মায়ানমারে শান্তি ফেরাতে নিরাপত্তা পরিষদের সদস্যদের কূটনৈতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়ে একটি চিঠিও পাঠিয়েছেন অ্যান্টোনিও গুতারেস। যাতে তিনি লিখেছেন, উত্তেজনা প্রশমনে পদক্ষেপ নেওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব।  

এর আগে, রোহিঙ্গা ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। তাছাড়া মায়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।  

সংকট সমাধানে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়ে জাতিসংঘকে খোলা চিঠি দিয়েছেন শান্তিতে নোবেলজয়ী বাঙালি ড. মুহাম্মদ ইউনূসও।  

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।