ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে ডিজেলচালিত গাড়ি বিক্রি কমেছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
যুক্তরাজ্যে ডিজেলচালিত গাড়ি বিক্রি কমেছে বিক্রি কমে যাওয়ায় ব্যবসা মন্দা যাচ্ছে

গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের অক্টোবরে যুক্তরাজ্যে ডিজেলচালিত গাড়ি বিক্রি কমেছে এক তৃতীয়াংশ। আগামী বাজেটে প্রণোদনার মাধ্যমে মোটর ইন্ডাস্ট্রি খাতকে চাঙ্গার জন্য তাগিদ দিয়েছেন এ খাতের সংশ্লিষ্টরা।

দ্য সোসাইটি অব মোটর ম্যানুফেকচারার্স অ্যান্ড ট্রেডার্স (এসএমএমটি) এর দাবি- কম কার্বন নিঃসরণ হয় এমন ডিজেলচালিত গাড়ি কিনতে সরকারের পক্ষ থেকে যেনো সব ধরনের উৎসাহ ও প্রণোদনা দেওয়া হয়।

এক পরিসংখ্যানে বলা হয়েছে, যুক্তরাজ্যে সামগ্রিকভাবে যানবাহন বিক্রির হার কমেছে ১২ শতাংশ, যা টানা সাত মাস অব্যাহত রয়েছে।

আর ক্রেতাদের আস্থাহীনতাকে ব্যবসা মন্দা হিসেবে আখ্যা দিয়েছে এসএমএমটি। তারা বলছে, চলতি বছর এখন পর্যন্ত নতুন যান রেজিস্ট্রেশন কমেছে ৪.৬ শতাংশ।

এসএমএমটি’র প্রধান নির্বাহী মাইক হস বলেন, ব্যবসা মন্দা এবং ক্রেতাদের আস্থাহীনতা কমে যাওয়ার প্রভাব পড়ছে গাড়ির বাজারে। ডিজেলের উপর সরকারের নীতির বিভ্রান্তিও এর পেছনে দায়ী। আসছে শরতের বাজেটে ক্রেতাদের আস্থা ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।