ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

ইরাকে অভিযানে তুরস্কের ২ সেনা সদস্য নিহত, আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
ইরাকে অভিযানে তুরস্কের ২ সেনা সদস্য নিহত, আহত ৮ তুরস্কের সেনাবাহিনী। ছবি: সংগৃহীত

ঢাকা: ইরাকের উত্তরাঞ্চলে তুরস্কের সেনাবাহিনীর অভিযানের সময় সংঘর্ষে দেশটির দুই সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আট সেনাসদস্য।

‘বিদ্রোহী অধুষিত’ ইরাকের ওই অঞ্চলে সামরিক অভিযানের বিষয়টি শনিবার (১৬ মার্চ) এক বিবৃতিতে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, অভিযানে এক নারীসহ ছয় জঙ্গিকে ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে।

তুরস্কের সেনাবাহিনী কোনো অভিযানে কাউকে হত্যা, আটক কিংবা আহত করার পর ‘নিষ্ক্রিয়’ টার্মটি ব্যবহার করে থাকে।

তুরস্ক সীমান্তের আশপাশে সব ধরনের জঙ্গি কার্যক্রম নির্মূলের লক্ষ্যে কাজ করছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। এরই ধারাবাহিকতায় ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) ঘাঁটি লক্ষ্য করে নিয়মিত বিমান হামলা চালায় তুরস্ক।     

যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন এবং তুরস্ক পিকেকেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে। বিগত তিন দশক ধরে সংগঠনটি প্রায় ৪০ হাজার মানুষকে হত্যা করেছে।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
এসএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।