ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে জনতার ওপর চালিয়ে দেওয়া হলো গাড়ি, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
চীনে জনতার ওপর চালিয়ে দেওয়া হলো গাড়ি, নিহত ৭ প্রতীকী ছবি।

ঢাকা: চীনের হাবেই প্রদেশের জাওয়াং শহরে জনতার ওপর গাড়ি চালিয়ে দেওয়া হয়েছে। এতে সাত জন নিহত এবং সাত জন আহত হয়েছেন। তবে পুলিশের গুলিতে গাড়িটির চালকেরও মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) ভোর ৬টার দিকে তাইপিং কাউন্টির ওই শহরে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে গাড়িটির চালককে গুলি করে। এতে তার মৃত্যু হয়। এখন পুরো ঘটনাটির তদন্ত চলছে।

গত কয়েক মাসে চীনের বিভিন্ন এলাকায় এ ধরনের ঘটনা ঘটে আসছে।  

গত সেপ্টেম্বরে হুনান প্রদেশের হেংডং শহরে একটি চত্বরে পথচারীদের উপর গাড়ি উঠিয়ে দেওয়া হলে ১১ জন নিহত এবং কয়েক ডজন লোক আহত হন। তারপর নভেম্বরে লিয়াওনিং প্রদেশের একটি প্রাথমিক স্কুলের সামনে শিশুরা রাস্তা পার হওয়া সময় তাদের উপর গাড়ি উঠিয়ে দেওয়া হলে ৫ জন নিহত এবং প্রায় ১৯ জন আহত হয়।  

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
এসএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।