ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

কলম্বিয়ায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
কলম্বিয়ায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প প্রতীকী ছবি।

ঢাকা: দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

শনিবার (২৩ মার্চ) স্থানীয় সময় মধ্য বিকালে দেশটির দক্ষিণ মেডেলিন শহর থেকে ৩২৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত এল ডোবিও এলাকা থেকে এ  ভূকম্পনের উৎপত্তি হয়েছে।

খবরে বলা হয়, ভূমিকম্পে স্থানীয় ভবনগুলোতে ঝাঁকি অনুভূত হয়।

ফলে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় অধিবাসীরা।

ভূমিকম্পে দেশটির রাজধানী বোগোতাতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।  

তবে প্রাথমিকভাবে এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়নি বলে দেশটির দুর্যোগ সংস্থা জানিয়েছে।  

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
এসএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।