ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মসজিদ হামলায় হতাহতদের পরিবারের তহবিলে ৭৪ লাখ ডলার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
মসজিদ হামলায় হতাহতদের পরিবারের তহবিলে ৭৪ লাখ ডলার মসজিদে হামলায় নিহতদের শ্রদ্ধাভরে স্মরণ করছে নিউজিল্যান্ড

ঢাকা: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে বর্বরোচিত সন্ত্রাসী হামলায় হতাহতদের পরিবারের জন্যে গঠিত তহবিলে এখন পর্যন্ত প্রায় ৭৪ লাখ ডলার জমা হয়েছে।

গত ১৫ মার্চের সন্ত্রাসী হামলার পর গড়ে ওঠা তহবিলে রোববার (২৪ মার্চ) পর্যন্ত এ অংকের অর্থ যোগ হয়েছে বলে জানিয়েছে ফান্ড সংগ্রাহক ওয়েবসাইট ‘গিভ অ্যা লিটল’ ও ‘লঞ্চ গুড’।

গিভ অ্যা লিটল বলছে, তাদের তহবিলে প্রায় ৯১ হাজার দাতা ৫ দশমিক ৬ মিলিয়ন ডলার দিয়েছে।

অন্যদিকে বিশ্বব্যাপী মুসলিমদের জন্য ফান্ড সংগ্রহের ওয়েবসাইট ‘লঞ্চ গুড’ বলছে, তাদের মাধ্যমে প্রায় ৪০ হাজার দাতা প্রায় ১.৮ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছেন।

গত ১৫ মার্চ জুমার নামাজের পর ক্রাইস্টচার্চের আল নূর মসজিদ ও লিনউড মসজিদে এবং আরেকটি স্থানে সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় ৫০ জন নিহত এবং প্রায় ৪৮ জন আহত হন। হামলাকারী শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী ব্রেন্টন ট্যারেন্টকে (২৮) পরে আটক করে পুলিশ।

গত সপ্তাহে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন জানান, হামলায় নিহতদের দাফন করার সকল খরচ সরকারই বহন করবে।

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
এসএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।