ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর প্রদেশে ডাবল ডেকার বাস দুর্ঘটনায় নিহত ৮

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
উত্তর প্রদেশে ডাবল ডেকার বাস দুর্ঘটনায় নিহত ৮ দুর্ঘটনা কবলিত বাসটি, ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের উত্তর প্রদেশে একটি ডাবল ডেকার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ওপর গিয়ে উঠে গেছে। এতে অন্তত আট বাসযাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৩০ জন।

শুক্রবার (২৯ মার্চ) স্থানীয় সময় ভোরে ইয়ামুনা এক্সপ্রেসওয়ের উত্তর প্রদেশের গ্রেটার নইদা শহর অংশে এ দুর্ঘটনা ঘটে। গ্রেটার নইদা শহরটি উত্তর প্রদেশের হলেও দিল্লি থেকে কাছে।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ডাবল ডেকার বাসটি আগ্রা থেকে ফিরছিল। তখন ব্রেক ফেল করে এবং নিয়ন্ত্রণ হারিয়ে একই পথে যাওয়া একটি ট্রাকের পেছনে গিয়ে ধাক্কা মারে বাসটি। এসময় ভোর ৫টা বাজে বলে বলে জানা যায়।

খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। একইসঙ্গে আহত সবাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।