রোববার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাজাভিথি হাসপাতালের চিকিৎসকরা এই দাবি করেছেন বলে জানিয়েছে রয়টার্স।
ফ্লু এবং এইচআইভি ভাইরাসের ওষুধের মিশ্রণ করোনা ব্যবহার করে তারা প্রাথমিক সাফল্য পেয়েছেন বলে দাবি করেছেন।
থাইল্যান্ডে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত্র হয়েছেন ১৯ জন। তাদের মধ্যে ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
থাই চিকিৎসকরা জানিয়েছেন, নতুন পদ্ধতিতে রোগী পুরোপুরি আরোগ্য লাভ না করলেও অবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। তবে এটা এটা মানসম্পন্ন চিকিৎসা পদ্ধতি কি না তা নিয়ে আরও গবেষণা করা প্রয়োজন।
চিকিৎসকরা তাদের উদ্ভাবিত পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছেন। মারাত্মকভাবে আক্রান্ত রোগীর ওপরই কেবল তা প্রয়োগ করা হচ্ছে। তাদের তত্ত্বাবধানে ৭০ বছরের এক নারী রোগীও আছেন। তার ওপর এ পদ্ধতি প্রয়োগ করা হবে কি না তা নিয়ে মন্ত্রণালয়ে বৈঠকের পর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৬১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ২০৫ জন। তবে বেসরকারি হিসেবে এ সংখ্যা আরও অনেক বেশি।
বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
এজে