ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পুতিনের দেশেও করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
পুতিনের দেশেও করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো

তামাম দুনিয়ার ছোট-বড় সব দেশ করোনা ভাইরাসে কাহিল। শুরুর দিকে রাশিয়ায় এ ভাইরাস তেমন একটা সুবিধা করতে না পারলেও এখন ধীরে ধীরে তা ছড়িয়ে পড়তে শুরু করেছে। এরই মাঝে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৬ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১৯৬ জন নতুন করোনা আক্রান্তকে শনাক্ত করেছে পুতিনের দেশ। একদিনের হিসেবে রাশিয়ায় এটি সর্বোচ্চ।

আর এখন পর্যন্ত সেখানে করোনায় মৃত্যু হয়েছে ৪ জনের।

শুক্রবার (২৭ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।    

এদিকে প্রাণঘাতী করোনার ক্রমবর্ধমান হুমকির মুখে রুশ সরকার আগামী শনিবার (২৮ মার্চ) থেকে ১ সপ্তাহের জন্য দেশের সব রেস্তোরা, ক্যাফে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

এর আগে করোনার সংক্রমণ ঠেকাতে সব ধরনের আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করে রাশিয়া।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০  
এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।