মৃত ৭০ বছরের ওই বৃদ্ধ গুরুদুয়ারার কর্মী। তিনি ইতালি ও জার্মানি সফর শেষে ৬ মার্চ দেশে ফিরেছিলেন।
এরপর ৮ থেকে ১০ মার্চ পর্যন্ত আনন্দপুর এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। তারপর শহিদ ভগৎ সিংহ নগর জেলায় নিজের বাড়িতে ফেরেন।
ওই ব্যক্তি প্রায় একশ’ জনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। পরে তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। মনে করা হচ্ছে, তিনি ও তার দুই সঙ্গী ১৫টি গ্রামে যান।
ওই ব্যক্তির পরিবারে ১৪ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তার নাতি ও নাতনি বহু মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও জানা গেছে।
এখন সরকারি কর্মীরা গ্রাম থেকে গ্রামে গিয়ে প্রতিটি গ্রামবাসীকে জিজ্ঞাসলাবাদ করছেন। বোঝার চেষ্টা করছেন পরিস্থিতি। মৃত ব্যক্তি ও তার দুই সঙ্গীর অবহেলার কারণে সংক্রমণ ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে।
ভারতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৭৬৪ জন। মারা গেছেন ৩৭ জন।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
নিউজ ডেস্ক