দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার (২৯ মার্চ) এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।
করোনা ভাইরাসের কারণে স্পেনে প্রতিদিন বাড়ছে মৃত্যু।
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৪৯ জন। এ নিয়ে স্পেনে আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৭৯৭।
শনিবার (২৮ মার্চ) রাতে টেলিভিশনে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা দেন, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অত্যাবশ্যকীয় কাজ করেন না, এমন কর্মীদের দু’ সপ্তাহের জন্য বাসায় অবস্থান করতে হবে। এসময় কর্মীরা বেতন পাবেন কিন্তু হারানো কর্মঘণ্টা পুষিয়ে দিতে পরবর্তীতে বেশি সময় কাজ করতে হবে তাদের।
আগামী ৩০ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত বাড়িতে অবস্থান করবেন তারা।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
এফএম