সোমবার (৩০ মার্চ) জনস হপকিন্স ইউনিভার্সিটি অ্যান্ড মেডিসিনের করোনা ভাইরাস রিসোর্স সেন্টারের হিসাবে দেখা যায়, করোনায় আক্রান্ত হয়ে এই পর্যন্ত প্রায় ৩৩ হাজার ৯৭৬ জনের মৃত্যু হয়েছে।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৩ হাজার ৯০৩ জনের মৃত্যু হয়েছে।
করোনায় মৃত্যু হু হু করেই বেড়েই চলছে। ভাইরাসটিতে ১৯৯টি দেশ ও অঞ্চলের মানুষ আক্রান্ত হয়েছে। আক্রান্ত দেশগুলোর মধ্যে ইতালি ও স্পেনের অবস্থা খুবই ভয়াবহ।
ইতালি ও স্পেনে শত শত মানুষ করোনার থাবায় হয়ে মারা যাচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ইরানসহ আরও কয়েকটি দেশের অবস্থাও খারাপ। ইতালিতে করোনায় নতুন করে ৭৫৬ জনের মৃত্যু হয়েছে। ইতালির সিভিল প্রটেকশন এজেন্সি রোববার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ সময়: ০৮৪৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
এএটি