ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা উদ্বেগে জার্মানির রাজ্য অর্থমন্ত্রীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
করোনা উদ্বেগে জার্মানির রাজ্য অর্থমন্ত্রীর আত্মহত্যা জার্মানির হেসে রাজ্যের অর্থমন্ত্রী টোমাস শেফার। ছবি: সংগৃহীত

করোনা ভাইরাস মহামারিতে ইউরোপ যেন মৃত্যুপুরী। উদ্ভূত পরিস্থিতিতে অর্থনৈতিক মন্দার কবলে গোটা বিশ্ব। এ মন্দা মোকাবিলা বিষয়ে উদ্বেগে আত্মহত্যা করেছেন জার্মানির হেসে রাজ্যের অর্থমন্ত্রী টোমাস শেফার।

রোববার (২৯ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘নিউইয়র্ক পোস্ট’ এ তথ্য জানায়।

শনিবার (২৮ মার্চ) হেসে রাজ্যের ফ্রাঙ্কফুর্টের কাছে হোশেম নগরের রেললাইনের ওপর তার মরদেহ পাওয়া যায়।

রাজ্যের গভর্নর ভলকার বুফিয়ার জানান, করোনা ভাইরাস সঙ্কটে বিশ্ববাজারের পতন মোকাবিলা করার উপায় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ৫৪ বছর বয়সী এ নেতা। বিশাল এ জনগোষ্ঠীর প্রত্যাশা পূরণে বিশেষ করে অর্থ সহায়তা দিতে সফল হওয়া সম্ভব কিনা, তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন শেফার।

তিনি বলেন, ‘আমি অনুমান করছি, এসব উদ্বেগই তাকে গ্রাস করেছিল। এর থেকে বের হওয়ার পথ তিনি খুঁজে পাননি। হতাশ হয়ে তিনি আমাদের ছেড়ে গেলেন। ’

তদন্ত কর্মকর্তারা জানান, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তারা নিশ্চিত হয়েছেন যে শেফার আত্মহত্যা করেছেন।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক পার্টির নেতা টোমাস শেফার দুই দশকেরও বেশি সময় ধরে হেসে রাজ্যের রাজনীতিতে জড়িত। গত ১০ বছর তিনি রাজ্যের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।