ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এবার আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে স্পেন, মৃত্যু ৭৩৪০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
এবার আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে স্পেন, মৃত্যু ৭৩৪০ ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় স্পেনে আরও ৫৩৭ জনের মৃত্যু হয়েছে।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার (৩০ মার্চ) এ তথ্য জানায় আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার।

করোনা ভাইরাসের কারণে স্পেনে প্রতিদিন বাড়ছে মৃত্যু।

এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৫৩৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৭ হাজার ৩৪০ জন।

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যায় এবার চীনকে ছাড়িয়ে গেলো স্পেনও। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৫ জন। এ নিয়ে স্পেনে আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ১৯৫।

সংক্রমণ ঠেকাতে অত্যাবশ্যকীয় কাজ করেন না, এমন কর্মীদের আগামী ৯ এপ্রিল পর্যন্ত বাড়িতে অবস্থান করতে বলেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এসময় কর্মীরা বেতন পাবেন কিন্তু হারানো কর্মঘণ্টা পুষিয়ে দিতে পরবর্তীতে বেশি সময় কাজ করতে হবে তাদের।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।