করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে গত ২৪ ঘণ্টায় আরও ৮১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ১১ হাজার ৫৯১। এসময়ের মধ্যে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ১ লাখ ১ হাজার ৭৩৯ জন। আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ১৪ হাজার ৬২০ জন।
সোমবার (৩০ মার্চ) দেশটির সিভিল প্রোটেকশন এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে যাওয়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সামলাতে বেশ বেকায়দায় পড়েছে ইউরোপের দেশটি।
প্রথমদিকে রোগটি নিয়ে বেশ অবহেলা করেছিল ইতালি। যা কাল হয়ে দাঁড়িয়েছে দেশটির জন্য।
ওয়ার্ল্ডওমিটারের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ১৯৯ দেশ ও অঞ্চলে ছড়িয়ে গেছে কভিড-১৯। এতে মৃত্যু হয়েছে ৩৬ হাজার ২২৬ জনের। মোট আক্রান্ত প্রায় ৭ লাখ ৫৩ হাজার। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন প্রায় ১ লাখ ৫৯ হাজার।
বাংলাদেশ সময়: ২২৫৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
এইচএডি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।