ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নেদারল্যান্ডসে জাদুঘর থেকে ভ্যান গগের চিত্রকর্ম চুরি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
নেদারল্যান্ডসে জাদুঘর থেকে ভ্যান গগের চিত্রকর্ম চুরি ভিনসেন্ট ভ্যান গগের চিত্রকর্ম ‘স্প্রিং গার্ডেন’।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন নেদারল্যান্ডস। এ পরিস্থিতিতে নেদারল্যান্ডসের লরেন নগরের সিংগার লরেন জাদুঘর থেকে বিখ্যাত চিত্রকর ভিনসেন্ট ভ্যান গগের একটি চিত্রকর্ম চুরি হয়ে গেছে।

সোমবার (৩০ মার্চ) এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

নেদারল্যান্ডস পুলিশ জানায়, চোরেরা স্থানীয় সময় রাত সোয়া ৩টার দিকে জাদুঘরের সামনের কাচের দেয়াল ভেঙে ঢুকে ভ্যানগগের ‘স্প্রিং গার্ডেন’ নামের একটি চিত্রকর্ম চুরি করে।

এসময় অ্যালার্মের শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু ততক্ষণে চোরেরা পালিয়া যেতে সক্ষম হয়।

এ চিত্রকর্মটি গ্রনিংগার জাদুঘর থেকে ধার করে সিংগার লরেনে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছিল। জাদুঘরটির পরিচালক জাঁ রুডোলফ দে লর্ম সাংবাদিকদের জানান, এ চুরির ঘটনায় তিনি ভীষণ ক্ষিপ্ত।

চিত্রকর্মটির মূল্য সম্পর্কে কিছু জানায়নি কর্তৃপক্ষ।

এদিকে সোমবার পর্যন্ত নেদারল্যান্ডসে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭৫০ এবং মৃতের সংখ্যা ৮৬৪ জন।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।