ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইতোমধ্যে ৩২ লাখেরও বেশি মানুষের করোনা টেস্ট করেছে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২০
ইতোমধ্যে ৩২ লাখেরও বেশি মানুষের করোনা টেস্ট করেছে আমেরিকা

মার্কিন যুক্তরাষ্ট্রে বুলেটের গতিতে বেড়ে চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত আর মৃতের সংখ্যা। ব্যাপক এই সংক্রমণ ঠেকাতে প্রয়োজন দ্রুততম সময়ে বিপুল মাত্রায় করোনা টেস্ট আর আক্রান্তদের আলাদা করা। এরই অংশ হিসেবে ইতোমধ্যে ৩০ লাখেরও বেশি মানুষের করোনা টেস্ট করেছে আমেরিকা। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বরাত দিয়ে  আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।  

করোনা পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাইক পেন্স জানান, এরই মাঝে সারা যুক্তরাষ্ট্রে ৩০ লাখেরও বেশি মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে।

 

‘প্রাপ্ত তথ্য অনুসারে, আমরা সারা দেশে ইতোমধ্যেই ৩২ লাখ ৪ হাজার মানুষের করোনা পরীক্ষার কাজ সম্পন্ন করেছি। এর মাঝে ৬ লাখ ১৯ হাজার মানুষের করোনা পজিটিভ এসেছে। ’
দুঃখজনক হলেও সত্য, আক্রান্তদের মধ্যে ২৭ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। অন্যদিকে ৪৫ হাজারের বেশি মানুষ এরই মাঝে সুস্থ হয়ে উঠেছেন বলে জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট।  

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।